মশক নিধনে নেই কোনো অভিযান

স্টাফ রিপোর্টার সিলেট সিটি কর্পোরেশনের মশক নিধন তৎপরতা এখনও শুরুই হয়নি। এ মৌসুমে তারা মাঠে নামেননি। তবে খুব তাড়াতাড়ি তারা মশক নিধন অভিযানে নামতে পারেন বলে জানিয়েছেন। এদিকে মশার উৎপাত নগরী জুড়ে ভয়ানক রকম বৃদ্ধি পেয়েছে। সেই সাথে বৃদ্ধি পাচ্ছে মশাবাহিত নানান রোগের প্রাদর্ভাব। ডেঙ্গজ্বর মোটামোটি নিয়ন্ত্রিত হলেও ম্যালেরিয়ার প্রাদুর্ভাব দিনদিন বাড়ছে। প্রায় প্রতিদিন সিলেট সদর ও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ম্যালিরিয়া আক্রান্তরোগী ভর্তি হচ্ছেন বলে জানা গেছে। চৌহাট্টায় অবস্থিত শহীদ ডাঃ শামসুদ্দী সদর হাসপাতালের ইমার্জেন্সি বিভাগের একজন স্টাফনার্স জানান, প্রায় প্রতিদিন নানান বয়সের ম্যালেরিয়া রোগী ভর্তি হচ্ছেন। আজ সকালেও … Continue reading মশক নিধনে নেই কোনো অভিযান